ঢাবি ভর্তি প্রস্তুতি | ‘ঘ’ ইউনিট | ২০২০-২০২১ সালের প্রশ্ন থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে ঢাবির ‘ঘ’ ইউনিটের ২০২০-২০২১ সালের সমাধানসহ প্রশ্ন।
বাংলা
01. নিচের কোনটি 'Like curse like' -এর যথার্থ বঙ্গানুবাদ?
a) কাঁটায় কাঁটা তোলা
b) ভাগ্য কর্মঠকে সাহায্য করে
c) গতস্য শোচনা নাস্তি
d) যেমন কর্ম তেমন ফল
02. কবির চেতনায় শাদা পাখির 'পা সবুজ' ও 'নখ তীব্র লাল'- 'সবুজ' ও 'লাল' কোন তাৎপর্য বহন করে?
a) তারুণ্য ও প্রতিবাদ b) প্রেম ও বিদ্রোহ
c) সাফল্য ও ব্যর্থতা d) সজীবতা ও শুষ্কতা
03. নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ নয়?
a) প্রাতরুত্থান ৮) নীরস c) সংলাপ d) ভাস্কর
04. কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কবিতায় উল্লেখিত 'শাক্যমুনি' কে?
a) যিশু খ্রিষ্ট b) চৈতন্যদেব
c) গৌতম বুদ্ধ d) অতীশ দীপঙ্কর
05. কোনটি সমষ্টিবাচক শব্দ নয়?
a) নিকর b) নিচয় c) কূল d) দাম
06. 'এক হতে আরম্ভ করে'- এক কথায়-
a) ক্রমান্বয়ে b) একাদিক্রমে c) একাধিক্রমে d) একাধারে
07. কোন বানানটি শুদ্ধ?
a) মহিয়সি b) মহীয়সী c) মহিয়সী d) মহীয়সি
08. 'টানে এক আঁক বক।'-এ বাক্যে 'টানে' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তায় দ্বিতীয়া c) অপাদানে দ্বিতীয়া
b) কর্মে সপ্তমী d) করণে সপ্তমী
09. 'বিশ্ববিদ্যালয়' শব্দে কয়টি অক্ষর আছে?
a) দুটি b) সাতটি c) ছয়টি d) পাঁচটি
10. 'মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল' 'অপরিচিতা' রচনার এ উদ্ধৃতিতে প্রকাশ পেয়েছে অনুপমের মামার-
a) কেতাদুরস্ত ভাব c) অর্থলোলুপতা
b) অন্তঃসারশূন্য অহংকার d) কৌলীন্য
11. 'বিভীষণের প্রতি মেঘনাদ' কাব্যাংশে 'লক্ষি' শব্দটি ব্যবহৃত হয়েছে-
a) লক্ষপতি অর্থে b) গৃহলক্ষ্মী অর্থে
c) লক্ষ করে অর্থে d) লক্ষণ অর্থে
12. 'পরোপকারই পরম ধর্ম'- কোন রচনার অন্তর্গত?
a) বিড়াল b) আমার পথ
c) জীবন ও বৃক্ষ d) আহ্বান
13. কোন শব্দটি উপসর্গযোগে গঠিত নয়?
a) নীরব b) উত্তরী c) উন্মাদনা d) অভিমান
14. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ নয় কোনটি?
a) পিশাচ > পিচাশ b) বাক্স বান্ধ
c) রিক্সা রিক্ষা d) স্কুল-ইস্কুল
15. নিচের কোন শব্দে 'প্র' উপসর্গ আধিক্য-অর্থের প্রকাশক?
a) প্রবাসর b) প্রবর্তন c) প্রমূর্ত d) প্রগাঢ়
Answer: 1.a 2.a 3.c 4.c 5.c 6.b 7.b 8.d 9.d 10.d 11.c 12.a 13.b 14.d 15.d
ইংরেজি
01. When a meteorite enters the earth's atmosphere, it travels.
a) very rapidly b) haltingly
c) fastly d) ploddingly
02. The correct reported form of the sentence- He said to me, "You will get the result of your COVID-19 test tomorrow.'
a) He told me that I would get the result of my COVID-19 test the next day.
b) He said I would get the result of my COVID- 19 test tomorrow. Campus Cottespotilent Toc
c) He told me that I get the result of my COVID- 19 test the next day.
d) He told me that I will be getting the result of my COVID-19 test.
03. My friend failed in the examination because his answers were not to the questions asked.
a) inherent b) pertinent c) allusive d) inclusive
04. The poem 'Bidrohi written by Kazi Nazrul Islam is as alive and hundred years ago. today as it was a
a) appealed b) appealing c) appeal d) the appeal
5. Many leading members of the opposition party to justify the decision.
a) have tried b) has tried c) trying d) tries
6. The correct passive form of 'Who baked the cake?' is-
a) Who the cake was baled?
b) By whom has the cake been baked?
c) By who was the cake baked?
d) By whom was the cake baked?
07. Travellers their reservations well in advance if they want to fly during the summer holidays.
a) had better to get b) had to get better
c) had better get d) had better got
08. The thieves broke the window and climbed-it.
a) across b) over c) along d) through
09. I have reconciled myself never loving my job.
a) at b) to c) after d) on
10. The synonym of 'hypothetical' is-
a) actual b) proposed
c) speculative d) unquestionable
Read the following passage and answer questions 11-15:
An alloy is a substance that is formed by combining a metal with other metals, or nonmetals. For example, brass is an alloy of the metals copper and zinc, and steel is alloy of the metal iron with the nonmetal carbon. The special characteristics of metals, such as hardness, strength, flexibility, and weight are called its properties. By the process of alloying, it is possible to create materials with the next combinations of properties for particular use. In the aircraft industry, there is a need for metals that are both strong and light. Steel is strong but too heavy, whereas aluminum is light but not strong. By mixing aluminum with copper and other metals, an alloy is created that is strong to withstand the stresses of flight, but light enough to reduce the cost of fuel to lift the aircraft. There is an important difference between the alloys created by us and the combination of metals that occur accidentally as impure metals. Both are mixtures, but alloys are mixtures that have been deliberately combined in specific proportions for definite purpose.
11. What is an alloy?
a) Metals melted in liquid form.
b) Industrial materials which are not very good.
c) A planned combination of materials for a specific proportions for a specific purpose.
d) Impure materials that occur accidentally.
12. Which one of the following, according to the passage, is applicable to metals?
a) They do not have any weight.
b) They are not strong.
c) They are pliable.
d) They are soft.
13. What does the writer say about alloys in the text?
a) They are not useful.
b) They are created from waste products.
c) They are a combination of metals in specific proportions.
d) In alloys metals are combined in random proportions.
14. Why does the passage give the example of the aircraft industry?
a) To emphasise the importance of the aircraft industry.
b) To demonstrate how alloys can be used to solve industrial problems.
c) To show how materials can be use without alloying.
d) To show the negative side of alloys.
15. The passage says that alloys are-.
a) industrial by products
b) industrially unimportant
c) made by us
d) only used in aircraft industry
Answer: 1.a 2.a 3.b 4.b 5.a 6.d 7.c 8.d 9.b 10.c 11.c 12.c 13.c 14.b 15.c
সাধারণ জ্ঞান
01. সৌদি সাংবাদিক জামাল আহমদ খাশোগীকে কোন শহরে হত্যা করা হয়?
a) কাবুল b) তেহরান c) রিয়াদ d) ইস্তানবুল
02. 'আমি নিঃশ্বাস নিতে পারছিনা'- এই শ্লোগানটি কোন আন্দোলনের সাথে সম্পর্কিত?
a) পোস্টকলোনিয়াল মুভমেন্ট c) ফিলিস্তিনের স্বাধীনতা
b) পুওর লাইভস ম্যাটার d) ব্ল্যাক লাইভস ম্যাটার
03. কোনটি পারস্য উপসাগরীয় রাষ্ট্র?
a) সৌদি আরব b) তুরষ্ক c) জর্দান d) ইসরায়েল
04. কার নেতৃত্বে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকা টিকা আবিষ্কার করা হয়?
a) আযলেম টুরেসি b) সারাহ গিলবার্ট
c) হ্যামিলটন বিনেট d) আদর পূনেওয়ালা
05. পালস্ অক্সিমিটারের কাজ কী?
a) রক্তে অক্সিজেনের মাত্রা যাচাই
b) রক্তে শর্করার মাত্রা যাচাই
c) বাতাসে অক্সিজেনের মাত্রা যাচাই
d) পানিতে অক্সিজেনের মাত্রা যাচাই
06. সাই-ফাই এর অর্থ কী?
a) বৈজ্ঞানিক আবিষ্কার
b) বৈজ্ঞানিক কল্পকাহিনী
c) বৈজ্ঞানিক সত্যকাহিনী
d) উপরের কোনটিই নয়
07. HTTP এর পূর্ণরূপ কী?
a) Hyper Text Transmission Protocol
b) Hyper Text Transfer Protocol
c) Hyper Text Transition Protocol
d) Hyper Text Transfer Promotion
০৪. ২০২১ সালের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'আঁ সাতে বিগা বিভাগে বাংলাদেশের কোন সিনেমা মনোনয়ন পেয়েছিল?
a) সাদিয়া পরভীন নূর c) সাহানা পারভীন নূর
b) রেহানা মরিয়ম নূর d) ফরিদা মরিয়ম নূর
09. মিয়ানমারে সামরিক শাসনবিরোধী সাম্প্রতিক জনবিক্ষোভ কী নামে পরিচিত?
a) মিয়ানমার বিপ্লব c) মিয়ানমার বিপ্লবী বসন্ত
b) মিয়ানমার গণতান্ত্রিক বসন্ত d) বসন্ত বিপ্লব
10. কোনটি অনলাইন শিক্ষণ-শিখন প্লাটফর্ম নয়?
a) গুগল ক্লাসরুম ৮) জুম c) গুগল পিক্সেল d) গুগল মিট
11. আই.সি.ইউ- এর পূর্ণরূপ কী?
a) ইনটেনসিভ করোনা ইউনিট
b) ইমপালসিভ কেয়ার ইউনিট
c) ইনটেনসিভ কেয়ার ইউনিট
d) ইমপ্রেসিভ ক্যান্সার ইউনিট
12. ৫ এর কত শতাংশ ৭ হবে?
a) ১২০ b) ১৩০
c) ১৪০ d) ১৫০
13. বাংলাদেশ ডেল্টা প্ল্যান এর সময়সীমা কত সাল নাগাদ?
a) ২০৫০ b) ২১০০ c) ২১৫০ d) ২২০০
14. মুক্তিযুদ্ধে সাতজন বীরশ্রেষ্ঠ'র মধ্যে প্রথম শহীদ কে?
a) মোহাম্মদ রুহুল আমিন c) মোহাম্মদ হামিদুর রহমান
b) মোহাম্মদ মোস্তফা কামাল d) মতিউর রহমান
15. কোন ক্ষেত্রে অবদানের জন্য 'ম্যান বুকার' পুরষ্কার দেওয়া হয়?
a) সংগীত b) সাংবাদিকতা c) চলচ্চিত্র d) সাহিত্য
16. বরিশালের রূপে মুগ্ধ হয়ে কোন কবি এই নগরকে 'বাংলার ভেনিস' আখ্যা দিয়েছিলেন?
a) রবীন্দ্রনাথ ঠাকুর b) কাজী নজরুল ইসলাম
c) জসীমউদ্দীন d) জীবনানন্দ দাস
17. ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কী?
a) কার্জন শিক্ষা কমিশন c) হান্টার শিক্ষা কমিশন
b) মেকলে শিক্ষা কমিশন d) স্যাডলার শিক্ষা কমিশন
18. আফ্রিকার সাব-সাহারা অঞ্চল অন্য কী নামে পরিচিত?
a) হাভানা b) সাভানা c) সাহেল d) প্রেইরি
19. সাজেক উপত্যকা কোথায় অবস্থিত?
a) খাগড়াছড়ি b) বান্দরবান
c) রাঙামাটি d) কক্সবাজার
20. ২০২১ সালে অনুষ্ঠিত জার্মানীর জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন পেয়েছে?
a) সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি
b) দ্য লেফ্ট পার্টি
c) অল্টারনেটিভ ফর জার্মানী
d) দ্য গ্রীনস্
21. কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়?
a) ব্যাপক তেল নিয়ন্ত্রণ
b) জলবায়ু পরিবর্তন
c) ব্যাপক বায়ু দূষণ
d) পারমানবিক বিস্ফোরণ
22. 'দ্য ফার্স্ট প্ল্যান্টেশন' শিল্পকর্মটি কার?
a) জয়নুল আবেদিন c) মুর্তজা বশীর
b) কামরুল হাসান d) এস.এম সুলতান
23. ১৯৬৫ সালে স্বাধীনতা লাভের আগে সিঙ্গাপুর কোন দেশের অংশ ছিলো?
a) ইন্দোনেশিয়া b) মালয়েশিয়া
c) কম্বোডিয়া d) চীন
24. নিচের কোন বনটি সর্ববৃহৎ?
a) সুন্দরবন b) লাউয়াছড়া
c) রেমা-কালেঙ্গা d) মধুপুর
25. ২০২০ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন?
a) আকবর আলী c) শরীফুল ইসলাম
b) শামীম হোসেন d) তৌহিদ হৃদয়
26. ১৯২১ সালে কয়টি অনুষদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে?
a) ২ b) ৩ c) ৪ d) ১২
27. আগরতলা ষড়যন্ত্র মামলার দাপ্তরিক নাম কী ছিল?
a) আগরতলা ষড়যন্ত্র
b) রাষ্ট্র বনাম আগরতলা
c) রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য
d) সরকার বনাম শেখ মুজিবুর রহমান
28. কোন দেশ 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' প্রকল্প চালু করেছে?
a) ভারত b) চীন c) রাশিয়া d) দক্ষিণ কোরিয়া
29. টোকিও অলিম্পিক গেমস-২০২০ এর কোন ইভেন্টে বাংলাদেশ প্রথমবারের মত দ্বিতীয় পর্বে পৌছে?
a) সাঁতার b) ধনুর্বিদ্যা c) শ্যুটিং d) এ্যাথলেটিকস্
30. একটি ত্রিভুজের পরিসীমা ৩৬ সে.মি ও বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত ৩:৪:৫। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
a) ৬ b) ৫৪ c) ৬৭ d) ৯০
Answer: 1.d 2.d 3.a 4.b 5.a 6.b 7.b 8.b 9.d 10.c 11.c 12.c 13.b 14.b 15.d 16.b 17.c 18.c 19.c 20.c 21.a 22.d 23.b 24.a 25.a 26.b 27.c 28.b 29.b 30.b.